Friday, August 22, 2025

শনিবার ডুরান্ড কাপের অভিযান শুরু করতে চলেছে এটিকে মোহনবাগান, প্রতিপক্ষকে সমীহ জুয়ানের

Date:

Share post:

আগামীকাল ডুরান্ড কাপের (Durand Cup) অভিযান শুরু করতে চলেছে এটিকে মোহনবাগান (ATK Mohunbagan)। প্রতিপক্ষ আইলিগের ক্লাব রাজস্থান ইউনাইটেড। প্রথম ম‍্যাচে নামার আগে প্রতিপক্ষকে নিয়ে সর্তক বাগান কোচ জুয়ান ফেরান্দো। শেষ তিনদিন ক্লোজডোর অনুশীলন করেছেন প্রীতম কোটাল, জনি কাউকো, কিয়ান নাসিরিরা। ম‍্যাচের আগেরদিন শুক্রবার সকালে সেট পিসের ওপর জোর দেন বাগান কোচ। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে নামার আগে প্রতিটা ম‍্যাচ নিয়ে সর্তক জুয়ান। ডুরান্ডে কঠিন গ্রুপে পড়েছে বলে মনে করেছেন প্রীতমদের হেডস‍্যার।

এদিন সাংবাদিক সম্মেলনে জুয়ান বলেন,” কঠিন গ্রুপে পড়েছি আমরা। পরের পর্ব যেতে হলে সাত-আট পয়েন্ট লাগবে আমাদের। তবে আমাদের লক্ষ‍্য থাকবে চারটি ম‍্যাচই জেতা। এখনই ভাবনায় ডার্বি নেই। ম‍্যাচ বাই ম‍্যাচ এগোতে চাই। আমরা সেইরক ভাবেই প্রস্তুতি নিচ্ছি।”

 

আসন্ন মরশুমে নামার আগে একাধিক পরিবর্তন হয়েছে বাগান দলে। দলে যোগ দিয়েছেন ফ্লোরেন্টিন পোগবা, আসিশ রাই, আশিক কুরুনিয়নের মতন ফুটলবাররা। আর এতেই দলের শক্তি বেড়েছে বলে মনে করছেন জুয়ান। নিজের দল নিয়ে তিনি বলেন,”আমাদের দল গতবারের তুলনায় অনেক শক্তিশালী। প্রাক মরশুম প্রস্তুতি আমাদের ভালো হয়েছে। প্রথম প্রস্তুতি ম‍্যাচ জিতেছি। চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে বৃষ্টির জন‍্য দ্বিতীয় প্রস্তুতি ম‍্যাচ খেলতে পারিনি। ম‍্যাচটা ভেস্তে না গেলে দলটা আরও একবার দেখে নেওয়া যেত। তবু আমরা আশাবাদী আগামীর জন‍্য। যা শিখেছি তাই মাঠে দেওয়ার পালা। আশা করছি আমদের খেলা বাগান সমর্থকদের আনন্দ দেবে।”

এদিকে ডুরান্ড কাপ নিয়ে উচ্ছসিত জুয়ান। আগামীকাল ডুরান্ডের প্রথম ম‍্যাচে নামার আগে বাগান কোচ বলেন,” ডুরান্ড একটি ঐতিহ্যবাহী টুর্নামেন্ট। আগামীকাল আমরা নামব। প্রতিপক্ষ রাজস্থান ইউনাইটেড। আমরা এই ম‍্যাচ জেতার জন‍্যই নামব। ”

এদিকে শুক্রবার নতুন মরশুমের জন‍্য চার অধিনায়ক বেছে নিলেন জুয়ান। এরা হলেন  প্রীতম কোটাল, জনি কাউকো, ফ্লোরেন্তিন পোগবা এবং শুভাশিস বসু। পাশাপাশি ডুরান্ড কাপের জন‍্য ২৭ জন ফুটবলারও বেছে নিলেন বাগান কোচ।

একনজরে বাগানের দল

গোলরক্ষক: বিশাল কাইথ, অভিলাষ পাল, দেবনাথ মণ্ডল এবং আর্শ আনোয়ার শেখ।

ডিফেন্ডার: সুমিত রাঠি, ব্রেন্ডন হামিল, ফ্লোরেন্টিন পোগবা, রবি রানা, শুভাশিস বসু, প্রীতল কোটাল, দীপক টাংরি এবং আশিস রাই।

মিডফিল্ডার: জনি কাউকো, কার্ল ম্যাকহিউ, হুগো বৌমোস, লালরিনলিয়ানা নামতে, অভিষেক, ইংসন সিং, লেনি রদ্রিগেজ, রিকি শাবং এবং প্রণয় হালদার।

ফরোয়ার্ড: দিমিত্রি পেত্রাতোস, মনবীর সিং, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ন, কিয়ান নাসিরি এবং ফারদিন আলি।

আরও পড়ুন:জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন শিখর, টপকে গেলেন বিরাটকে

 

 

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...