Monday, November 17, 2025

মলয় ঘটককে ৭ ঘণ্টা জেরা সিবিআইয়ের, দিনভর তল্লাশি ৬ টি বাড়িতে

Date:

Share post:

আইনমন্ত্রী মলয় ঘটককে ৭ ঘণ্টা জেরা করল সিবিআই। দিনভর তল্লাশি করা হল তার ৬ টি বাড়িতে।এমনকি, রাজ্যের মন্ত্রী বাড়ির আলমারি, ঘরের তালা খুলতে চাবিওয়ালাকে ডেকে পাঠালো সিবিআই৷বুধবার সকালেই আসানসোলের আপকার পার্কে মলয় ঘটকের বাড়িতে হানা দেয় সিবিআই৷ আসানসোলের এই বাড়িতেই বর্তমানে থাকেন মলয় ঘটক৷
যদিও সকাল থেকে মন্ত্রী মলয় ঘটকের খোঁজ না মিললেও পরে জানা যায় তিনি রাজ ভবনের পাশে মন্ত্রী আবাসনে রয়েছেন৷ এ দিন সকালে সেখানেও যান সিবিআই আধিকারিকরা৷ জানা গিয়েছে, সেখানেই মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই আধিকারিকরা৷
জানা গিয়েছে, আসানসোলের আপকার গার্ডেনের বাড়িতে মলয় ঘটকের স্ত্রী ছাড়াও পরিবারের অন্যান্য কয়েকজন সদস্য ছিলেন৷ কিন্তু বাড়ির বেশ কয়েকটি ঘর তালাবন্ধ অবস্থায় ছিল৷ যদিও সেই তালার চাবি কোথায় তা তিনি জানেন না বলে দাবি করেন মন্ত্রীর স্ত্রী৷ এর পরেই তালা খুলতে স্থানীয় এক চাবিওয়ালাকে ডেকে পাঠান সিবিআই আধিকারিকরা৷

এমনকি, বাড়ির চিলেকোঠার ঘরের তালা ভেঙেও তল্লাশি চালান সিবিআই কর্তারা৷ খুলে ফেলা হয় ঘরের ফলস সিলিংও৷ আসানসোলে মলয় ঘটকের মোট তিনটি বাড়িতে সিবিআই তল্লাশি চালায়৷ সিবিআই তল্লাশি চলাকালীন মলয় ঘটকের বাড়ির অদূরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী, সমর্থকরা৷ এ ছাড়াও কলকাতায় লেক গার্ডেন্সে মলয় ঘটকের বাড়িতেও হানা দেয় সিবিআই৷
এদিন মন্ত্রীর স্ত্রী সুদেষ্ণা ঘটক গোয়েন্দাদের ব্যবহারের প্রশংসাও করেছেন। যদিও সিবিআইয়ের তরফে সুদেষ্ণার দাবি প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।গোয়েন্দারা বেরিয়ে যেতেই সুদেষ্ণা জানান, তদন্তকারীরা তাঁর সঙ্গে ভীষণ ভাল ব্যবহার করেছেন। তাঁর দাবি, ‘‘ওঁরা বলেন, আপনার ব্যবহার ভীষণ ভাল।’’ একই সঙ্গে মন্ত্রী-জায়া বলেন, ‘‘সব দেখে গোয়েন্দারা বলেন, ‘আমরা যা ভেবেছিলাম, এখানে এসে সব উল্টো দেখলাম। অন্যান্য জায়গায় যা দেখেছি তাতে ভাবতে পারিনি যে, এটা একটা মন্ত্রীর বাড়ি হতে পারে।’’ সিবিআই আধিকারিকরা কোনও নথি বাজেয়াপ্ত করেছেন কি না জানতে চাওয়ায় সুদেষ্ণা পাল্টা প্রশ্ন করেন, ‘‘আপনারা কি ওঁদের হাতে কিছু দেখলেন?’’
তদন্তকারীরা তাঁর কাছ থেকে কিছু জানতে চাননি বলে দাবি করেছেন মলয়ের স্ত্রী। তিনি বলেন, ‘‘ওঁরা খুবই ভদ্র ব্যবহার করেছেন। আলমারি খুলে ওঁরা আমাকেই জামাকাপড় সরাতে বলেন। এ-ও বলেন, ‘‘বাড়িতে ভাঙা জিনিসপত্র রাখবেন না।’’

spot_img

Related articles

সময়সীমা ২৬ নভেম্বর! বিশেষ নিবিড় সংশোধনীতে তৎপর নির্বাচন দফতর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যের প্রতিটি ভোটারের এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও তার ডিজিটাইজেশনের কাজ ২৬ নভেম্বরের...

বৃদ্ধ বাবার খেয়াল রাখেন না যুবরাজও! মৃত্যুর অপেক্ষায় যোগরাজ

বর্তমানে বয়সকালে বৃদ্ধ মা-বাবাকে দেখভাল না করার অভিযোগ নতুন নয়, এই নিয়ে অনেক মামলা হয় হাইকোর্ট বা সুপ্রিম...

ঢাকা হাসিনাকে ফেরত চাইতেই বার্তা দিল নয়াদিল্লি

ফাঁসির সাজা ঘোষণার পরেই বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে (Sheikh Hasina) ফেরানোর তোড়জোড় শুরু বাংলাদেশের কার্যনির্বাহী সরকারের। আর...

ছেলেমানুষি করছেন রাজ্যপাল! রাজভবনে খানাতল্লাশিকে ‘নাটক’ বলে তীব্র কটাক্ষ কল্যাণের

তাঁরই অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে ঘটা করে তল্লাশি অভিযান করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। আর...