বারাসাত ব্লকে দুয়ারে সরকার ক্যাম্পে কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ষষ্ট দফার দুয়ারে সরকার ক্যাম্পে চারটি নয়া প্রকল্পের আবেদনের সুযোগে রাজ্যবাসীর মধ্যে খুশির হাওয়া। শনিবার শুরু হওয়া দুয়ারে সরকার ক্যাম্পে প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের উদ্যোগ ছিল নজরকাড়া। শনিবার উঃ চব্বিশ পরগনা জেলার বারাসাত -২ ব্লকের কীর্তিপুর দু’নম্বর অঞ্চলের গলাসিয়া সেবক সংঘ হাই স্কুল ও খড়িবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত দুয়ারে সরকার ক্যাম্পে উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তথা বিশিষ্ট সমাজসেবী একেএম ফারহাদ গ্ৰামের ছেলেদের সঙ্গে নিয়ে উপভোক্তা নারী, পুরুষ নির্বিশেষে সকলের সমস্যা সমাধানের চেষ্টা করেন আধিকারিকদের সহযোগিতায়। কাজের মানুষ কর্মাধ্যক্ষ ফারহাদ জানায় রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য যেভাবে পরিষেবা দিয়ে আসছে তা অনন্য। তিনি আরও জানান ২৭টি পুরনো প্রকল্পের পাশাপাশি এবার এই ক্যাম্পে আরও চারটি নতুন পরিষেবা পাচ্ছে সাধারণ মানুষ। ষষ্ঠবারের এই দুয়ারে সরকার ক্যাম্পে ১ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত যে কোনও সরকারি পরিষেবা পেতে আবেদন করার সুযোগ থাকছে। পাশাপাশি সরকারি ভাবে ১১ এপ্রিল থেকে ২০ এপ্রিলের মধ্যে সেই পরিষেবা প্রদান করা হবে আবেদনকারীকে।এবার দুয়ারে সরকার ক্যাম্পেই বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য শিবিরে এলাকার মানুষের উপস্থিতি নজরকাড়া।

বলাবাহুল্য এবার দুয়ারে সরকার ক্যাম্প থেকে আবেদন করা যাচ্ছে বিধবা ভাতা, মেধাশ্রী, ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণপ্রদান (ভবিষ্যৎ) এবং মাইক্রো ইরিগেশন স্কিমে। এর মধ্যে মেধাশ্রী প্রকল্পের মাধ্যমে ওবিসি ছাত্রছাত্রীদের ঋণ দেওয়া হয়। মাইক্রো ইরিগেশন স্কিমের মাধ্যমে কৃষকদের ঋণ দেওয়া হয়। এছাড়াও কন্যাশ্রী,সবুশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভান্ডারের মতো সরকারি প্রকল্পের জন্য এই দুয়ারে সরকার ক্যাম্পগুলি থেকেই আবেদন করা যাচ্ছে।

আরও পড়ুন- বারাসাত পুলিশ জেলার উদ্যোগে শাসনে ক্রিকেট টুর্নামেন্ট

Previous articleবারাসাত পুলিশ জেলার উদ্যোগে শাসনে ক্রিকেট টুর্নামেন্ট
Next articleআইপিএল-এ প্রথম জয় চেন্নাইয়ের, ১২ রানে হারাল লখনৌকে