চলতি উচ্চমাধ্যমিক সেমেস্টারে ভুল প্রশ্ন নিয়ে বিভ্রাটে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। প্রশ্নপত্রে ভুল সামনে আসার পরই দ্রুত পদক্ষেপ শিক্ষা সংসদের (West Bengal Council of Higher Secondary)। জানানো হল, ভুল প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করলেই পুরো নম্বর পাওয়া যাবে।

এবছরই প্রথমবার সেমেস্টার ব্যবস্থায় উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। ৮ সেপ্টেম্বর থেকে প্রথম সেমেস্টারের পরীক্ষা শুরু হয়। ২২ সেপ্টেম্বর, সোমবার ছিল জীববিদ্যা (Biology) বিষয়ের পরীক্ষা। একাধিক স্কুল থেকে পরীক্ষার্থী ও শিক্ষকরা অভিযোগ জানান, দুটি প্রশ্ন ভুল (mistake) রয়েছে। নির্দিষ্ট পরীক্ষার সঙ্গে সেই প্রশ্ন দুটি সম্পর্ক নেই, বলে দাবি করা হয়।

আরও পড়ুন: গার্ডেনরিচে চলল গুলি! মৃত অজ্ঞাত পরিচয় যুবক

মূলত সিলেবাসের বাইরের প্রশ্ন নিয়েই আপত্তি ওঠে। এরপরই প্রশ্নপত্র খতিয়ে দেখে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। জানানো হয়, প্রশ্নপত্রে দুটি প্রশ্ন যথাযথ নয়। সেই সঙ্গে জানানো হয়, ওই প্রশ্ন দুটির উত্তর দেওয়ার চেষ্টা করলেই পূর্ণমান দেওয়া হবে পরীক্ষার্থীদের।

–

–

–

–

–

–