ফের বড় ধাক্কা খেল শেয়ারবাজার, দিনের শেষে ৭৭৩ পয়েন্ট নামল সেনসেক্স

🔹সেনসেক্স ৫৮,১৫২.৯২ (⬇️ -১.৩১%)

🔹নিফটি ১৭,৩৭৪.৭৫ (⬇️ -১.৩১%)

দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও অর্থনীতিকে আশার আলো দেখিয়ে ৬১ হাজারের গণ্ডি পার করেছিল শেয়ারবাজার। তবে সে সুখের সময় দীর্ঘস্থায়ী হয়নি। লাগাতার ধাক্কার খেয়ে বাজেট ঘোষণার পর বাজার কিছুটা সুখের মুখ দেখলেও এদিন ফের বড় ধাক্কা খেলো শেয়ারবাজার। শুক্রবার বাজার খোলার পর হুরমুড়িয়ে নামে বাজার। দিনের শেষে ৭৭৩ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক। ২৩১ পয়েন্ট নেমেছে নিফটিরও। যদিও এই পরিস্থিতি সামলে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -৭৭৩.১১ পয়েন্ট বা -১.৩১ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫৮,১৫২.৯২। এনএসই নিফটি (NSE Nifty) -২৩১.১০ পয়েন্ট বা -১.৩১ শতাংশ নেমে হয়েছে ১৭,৩৭৪.৭৫। যদিও লাগাতার ধাক্কা খাওয়া বাজার বাজেট ঘোষণার পর ফের ঊর্ধ্বমুখী হবে বলে আশা করা হচ্ছে।

Previous articleFake Rupee: চাঞ্চল্যকর তথ্য! বাংলাদেশ হয়ে ভারতে ঢুকছে পাকিস্তানের তৈরি জাল নোট
Next articleমনিকা বাত্রার করা মামলায় দোষী সাব্যস্ত হলেন সৌম্যদীপ রায়