কালীপুজো-দীপাবলিতে ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কী বলছে হাওয়া অফিস?

আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, উত্তর আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আগামি ২৪ ঘন্টার মধ্যে সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপের রূপ নেবে

বর্ষার বিদায়বেলায় নিম্নচাপের ভ্রুকুটি। কালীপুজো-দীপাবলীতে কি বাংলার বুকে আছড়ে পড়বে ঘুর্ণিঝড়? সাইক্লোনের অভিমুখ এখনও স্পষ্ট করে বলতে পারছেন না আবহাওয়াবিদরা। আগাম সতর্কতা হিসেবে রবিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। শুধু তাই নয়, যাঁরা মাছ ধরতে ইতিমধ্যেই সমুদ্রে পাড়ি দিয়েছেন, শনিবারের মধ্যে তাঁদের ফিরে আসার জন্য বলা হয়েছে।

আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, উত্তর আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আগামি ২৪ ঘন্টার মধ্যে সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপের রূপ নেবে।শুক্রবার থেকে তা ক্রমশ শক্তি বাড়াবে। আগামী সোমবার, কালীপুজোর দিন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছনোর পর, সেটির ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, আপাতত শনিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। ২৪ ঘণ্টার মধ্যে রাজ্য থেকে বর্ষার এবারের মতো বিদায় নেবে।

আরও পড়ুন- বেনজির! কুণালের সাংসদ তহবিলে সম্পূর্ণ তৈরি কোচবিহারের ‘মমতা সেতু’, আপ্লুত স্থানীয়রা

 

Previous articleসিঙ্গুর নিয়ে বিরোধীদের মন্তব্যের পাল্টা ধুয়ে দিয়ে কুণাল
Next articleকলকাতা পুলিশের থেকে মোমিনপুর মামলার নথি চাইল কেন্দ্রীয় সংস্থা NIA