বিধানসভায় মুলতুবি প্রস্তাব খারিজ, বিজেপি বিধায়কদের হৈ হট্টগোল

রাজ্য বিধানসভায় বিজেপি বিধায়কদের একের পর এক মুলতুবি প্রস্তাব। স্পিকার প্রস্তাব খারিজ করতেই হৈ হট্টগোল। মঙ্গলবারও বিধানসভার অধিবেশনে একই নাটক অব্যাহত।

আরও পড়ুন:বিধানসভায় মমতা-শুভেন্দু সৌজন্য: ‘গোঁসা করে’ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠি রাজকমলের

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে  সাবিত্রী মিত্রের ‘বিতর্কিত’ মন্তব্যের প্রতিবাদে রাজ্য বিধানসভায় আনা বিজেপির মুলতুবি প্রস্তাব খারিজ করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।এরপরই বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাতে শুরু করেন। অধিবেশন চলাকালীন বিজেপির আনা এই মুলতুবি প্রস্তাব রাজ্যের বিষয় নয় বলে খারিজ করে দেন অধ্যক্ষ। এরপরই অধ্যক্ষের  সঙ্গে তুমুল বচসা বাধে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের। অধিবেশন চলাকালীনই কক্ষের ভেতরে হৈ হট্টগোল শুরু করেন বিজেপি বিধায়করা।

এই ঘটনায় সাবিত্রী মিত্র বলন, ‘‘ভারতের সংস্কৃতিকে মাথায় রেখে বলেছি। বিরোধী দলনেতা আমাকে ভুল উদ্ধৃত করে টুইট করেছেন।”

Previous articleসুন্দরবন আলাদা জেলা, বনবিবি মন্দির ঘিরে পর্যটন: হিঙ্গলগঞ্জে ঘোষণা মুখ্যমন্ত্রীর
Next articleফের বিতর্কে ‘দ্য কাশ্মীর ফাইলস’! চূড়ান্ত অপছন্দের কথা জানালেন ইজরায়েলি পরিচালক