আজ ঘরের মাঠে সেমিফাইনালের দ্বিতীয় লেগে নামছে মোহনবাগান, মরণ- বাঁচন ম‍্যাচে জয় চাইছেন জুয়ান

সেমিফাইনালের প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচ গোলশূন্য ড্র করে আসার পর সোমবার ঘরের মাঠে হায়দরাবাদ এফসি-কে হারালেই ১৮ মার্চ গোয়ায় ফাইনাল খেলবে জুয়ানের মোহনবাগান।

আজ আইএসএল-এ সেমিফাইনালের দ্বিতীয় লেগে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। প্রথম লেগে সেমিফাইনালে নিজামের শহরে গোলশূন‍্য ড্র করেছিল জুয়ান ফেরান্দোর দল। আজ মরণ- বাঁচন ম‍্যাচ। আইএসএল-এর ফাইনালে যেতে হলে জিততেই হবে বাগান ব্রিগেডকে। সেই লক্ষ‍্যে নামছে প্রীতম কোটাল, হুগো বৌমোসরা।

সেমিফাইনালের প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচ গোলশূন্য ড্র করে আসার পর সোমবার ঘরের মাঠে হায়দরাবাদ এফসি-কে হারালেই ১৮ মার্চ গোয়ায় ফাইনাল খেলবে জুয়ানের মোহনবাগান। সেই সঙ্গে গতবার সেমিফাইনালে হারের মধুর প্রতিশোধও নেওয়া যাবে। সব নিয়ে মোহনবাগান যেন জয়ের দিকেই ফোকাসড। প্রতিপক্ষ হায়দরাবাদ মানেই সবুজ-মেরুনের পথের কাঁটা বার্থোলোমিউ ওগবেচে। সেমিফাইনালের আগে লিগ পর্বের ম্যাচে নাইজেরিয়ান স্ট্রাইকারের গোলে হারতে হয়েছে জুয়ানের দলকে। কিন্তু সেমিফাইনালের প্রথম লেগে পরিবর্ত হিসেবে নামার পর ওগবেচেকে নড়তেই দেয়নি মোহনবাগান ডিফেন্স। সোমবারের ম‍্যাচেও যেন সেই কৌশলই থাকবে বাগান ব্রিগেডের। এই নিয়ে সেমিফাইনাল ম‍্যাচের আগে জুয়ান বলেন, “দু’টি দলের ডিফেন্স যেমন ভাল, তেমনই শক্তিশালী আক্রমণভাগ। তাই আমাদের মতো হায়দরাবাদও নিশ্চয়ই চাইবে ৯০ মিনিটের মধ্যে ম্যাচ শেষ করতে। আমরা চাই না ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াক। আমাদের কাছে ম্যাচটা ফাইনাল।’’

সেমিফাইনালের প্রথম লেগে ওগবেচে নামার পর রণনীতি বদলে ফেলেছিলেন হায়দরাবাদের স্প্যানিশ কোচ মানোলো মারকুইজ রোকা। এদিন বৌমোসদের কোচ বলেন, “আমাদের পরিকল্পনা একই থাকবে। বল ধরে জায়গা তৈরি করো, আক্রমণে ওঠো, গোল করো। তবে দেখতে চাই ওরা কী করে। ওরা রণনীতি বদলালে আমরাও তাকে কাউন্টার করব। প্ল্যান-বি আমাদেরও থাকবে।”

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

Previous articleবিজেপির “শাখা সংগঠন” ইডি-সিবিআইয়ের অতিসক্রিয়তা দেশজুড়ে এককাট্টা করছে বিরোধীদের
Next articleওয়াশিং পাউডারের বিজ্ঞাপনে শুভেন্দু! এবার হায়দরাবাদি কটাক্ষের মুখে দলবদলু নেতা