প্যারিসে ইরানের দূতাবাসে ঢুকে উড়িয়ে দেওয়ার হুমকি! ধৃত ১

প্যারিসে (Paris) ইরানের দূতাবাসে ঢুকে উড়িয়ে দেওয়ার হুমকি ঘিরে উত্তেজনা আইফেল টাওয়ারের কাছে। সূত্রের খবর, শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টা নাগাদ এক ব্যক্তি বোমা নিয়ে ঢুকে পড়েছেন বলে দাবি করেন। তিনি ইরানের (Iran) দূতাবাসটি উড়িয়ে দিতে চান বলে হুমকি দেন। খবর ছড়িয়ে পড়তেই ফ্রান্সের (France) পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে গ্রেফতার করে।

প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, এক ব্যক্তিকে ইরানের কনস্যুলেটে (Consulate) গ্রেনেড বা বিস্ফোরকভর্তি বেল্ট নিয়ে ঢুকেছেন বলে দাবি করেন। দূতাবাসটি বিশ্ববিখ্যাত আইফেল টাওয়ারের কাছেই অবস্থিত। তাই খবরে পেয়ে ফ্রান্সের বিআরআই ইন্টারভেনশন ব্রিগেডের এলিট ফোর্সের সদস্যরা দূতাবাস ভবনটি ঘিরে ফেলে। তবে তার আগেই ওই ব্যক্তি দূতাবাস থেকে বেরিয়ে যান। পরে স্থানীয় সময় ৩টের দিকে তাঁকে আটক করে পুলিশ। তবে, তল্লাশিতে তাঁর কাছে কোনও বিস্ফোরক পাওয়া যায়নি।

ফ্রান্সের মিডিয়া সূত্রে খবর, দূতাবাসে ঢোকার সময় তিনি বলেন, তাঁর ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চান। এই ঘটনার পর দূতাবাসের আশপাশের রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন- শিল্প ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি, সংবর্ধিত সঞ্জীব পুরী এবং রাজীব মেমানি

 

Previous articleশিল্প ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি, সংবর্ধিত সঞ্জীব পুরী এবং রাজীব মেমানি
Next articleশনিতে জোড়া সভা মমতার, অভিষেকের প্রচার সভা-রোড শো