এবারের কালীপুজোর তিথি ও সময় জানেন?

এ বছর কালীপুজো ১৪ নভেম্বর, শনিবার । সকল হিন্দুরাই এই উৎসব পালন করেন। অনেকের বাড়িতে এই দিন লক্ষ্মী-অলক্ষ্মী পুজো হয় । কারও বাড়িতে শুধুই লক্ষ্মী পুজোও হয় ।কার্তিক মাসের এই কালী পুজোকে দীপান্বিতা কালীপুজোও বলা হয়। এই দিন আলোকসজ্জা ও আতসবাজির উৎসবের মধ্য দিয়ে সারারাত ধরে চলে পুজো। দীপান্বিতা কালীপুজোর দিনটিতে ভারতের বহু রাজ্যে দীপাবলি উৎসব পালিত হয়।

আরও পড়ুন- ঢিমেতালে চলছে লকগেট মেরামতি, বৃহস্পতিবারও কাজ সম্পন্ন হবে কিনা রয়েছে ধোঁয়াশা
এ ছাড়া মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে রটন্তী এবং জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে ফলহারিণী কালীপূজাও যথেষ্ট জনপ্রিয়।
এ বছর দীপান্বীতা কালীপুজোয় অমাবস্যা তিথি শুরু – দুপুর ২:১৭ মিনিট থেকে, ১৪ নভেম্বর ২০২০ । অমাবস্যা তিথি সমাপ্ত – সকাল ১০:৩৬ মিনিটে, ১৫ নভেম্বর ২০২০ ।


মূলত কালীপুজোর আগের দিন ভূত চতুর্দশী পালিত হয়। এ দিন চোদ্দ শাক রান্নার রীতি রয়েছে ঘরে ঘরে। পাশাপাশি, ১৪ প্রদীপ জ্বালিয়ে ‘শুভ সময়’ কে ঘরে আমন্ত্রণ জানানো হয়। অনেকে এই চতুর্দশীকে নরক চতুর্দশীও বলেন।

Previous articleপ্রচারসভায় নীতিশের দিকে উড়ে এলো পেঁয়াজ! কিসের ইঙ্গিত?
Next articleযমজ মায়েদের যমজ সন্তান জন্ম নিল তাঁদেরই জন্মদিনে