প্রবল চাপের মুখে পদত্যাগের পথে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

গত কয়েকদিন ধরেই ব্রিটেনের(Briten) রাজনীতিতে ডামাডোল চরম আকার নিয়েছিল। জনসনের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগ করেছিলেন ৪০ জন মন্ত্রী এহেন পরিস্থিতির মাঝে প্রবল চাপের মুখে পড়ে এবার ইস্তফা দিতে চলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন(Boris Jonson)। সংবাদমাধ্যম সূত্রের খবর, দলের অভ্যন্তরে প্রবল বিদ্রোহের জেরে চাপে পড়েই ইস্তফার(Resign) পথে হাঁটছেন তিনি।

সম্প্রতি ক্রিস পিনচার ইস্যুতে দলের অন্দরেই বেনজির বিক্ষোভের মুখে পড়েছেন বরিস। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন মঙ্গলবার প্রধানমন্ত্রীর ভূমিকায় প্রশ্ন তুলে ইস্তফা দেন ব্রিটেনের স্বাস্থ্য সচিব সাজিদ জাভিদ ও অর্থ দপ্তরের প্রধান ঋষি সুনক (Rishi Sunak)। তারপর থেকে পদত্যাগের হিড়িক পড়ে যায় বরিসের মন্ত্রিসভায়। এখন পর্যন্ত বরিসের বিরুদ্ধে তোপ দেগে পদত্যাগ করেছেন চল্লিশ জন মন্ত্রী। এই পরিস্থিতিতে বিশ্লেষকদের একাংশের দাবি, এই অবস্থা চললে সরকার চালানো অসম্ভব হয়ে পড়ত। ফলে সাধারণ নির্বাচন ছাড়া আর কোনও উপায় থাকত না। এদিন সকাল পর্যন্ত প্রধানমন্ত্রীর পদ থেকে সরতে নারাজ ছিলেন বরিস। অবশেষে দলের অন্দরের চাপে মাথা নোয়ালেন তিনি। তবে বরিস পদত্যাগ করলে পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা এখন নিশ্চিত নয়। সূত্রের খবর, আপাতত কেয়ারটেকার প্রধানমন্ত্রী হিসেবে অক্টোবর পর্যন্ত দায়িত্ব সামলাবেন বরিসই।


Previous articleরুশ হামলায় প্রাণ হারালেন ব্রাজিলের মডেল-স্নাইপার
Next articleRain in Mumbai: ভাসছে মুম্বই, লাল সতর্কতা জারি হল বাণিজ্য নগরীতে