Thursday, December 25, 2025

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সবাই আওয়াজ তুলুন: সিঙ্গাপুরে প্রবাসী ভারতীয়দের আবেদন অভিষেকের 

Date:

Share post:

ভারত সন্ত্রাস শিকার হয়ে থাকতে পারে না। এই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সবাই সব জায়গায় আওয়াজ তুলুন। মঙ্গলবার সিঙ্গাপুরে প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতায় আবেদন জানালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। পাকিস্তানের সন্ত্রাসবাদ আর পহেলগাম হামলার কথা বিশ্ববাসীকে যা আমি আগেও বলেছি আবার বলছি পাকিস্তান যে ভাষায় বোঝে তাদের সেই ভাষাতেই জবাব দিতে হবে। যাতে সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদলের অংশ হিসেবে জাপান, দক্ষিণ কোরিয়ার পরে সিঙ্গাপুরে গিয়েছেন অভিষেক। সেখানে সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পরে সন্ধেয় প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতা করেন ভারতের প্রতিনিধিরা। এর আগে সিঙ্গাপুরে নেতাজির স্মৃতিস্তম্ভ এবং রামকৃষ্ণ মিশনে শ্রদ্ধা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রবাসী ভারতীয়দের সামনে ভারতের বর্তমান অবস্থান তুলে ধরেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর বক্তব্যে উঠে আসে, কীভাবে সন্ত্রাসবাদে মদত দিচ্ছে পাকিস্তান। তিনি বলেন, “আমি আগেও বলেছি, আবার বলছি, পাকিস্তান যে ভাষায় বোঝে তাদের সেই ভাষাতেই জবাব দিতে হবে।” অভিষেকের কথায়, জঙ্গিদের শেষকৃত্যে পাকিস্তানের উচ্চপদস্থ সেনা আধিকারিকদের উপস্থিতি বুঝিয়ে দেয় তারা সন্ত্রাসবাদকে লালন করছে।

ভারতীয় সেনাদের ধন্যবাদ জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তাঁদের জন্য ভারতীয়রা নিশ্চিন্তে ঘুমতে পারছেন। এরপরেই প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে অভিষেকের আবেদন, সন্ত্রাসবাদে বিরুদ্ধে ভারতের লড়াইয়ে আপনারাও আওয়াজ তুলুন। তাঁর কথায়, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের সকলকে যথাসাধ্য চেষ্টা করতে হবে। এই বিষয়টি আমাদের সব মহলে, বিশ্ববিদ্যালয়ে, বোর্ডরুমে, শ্রেণিকক্ষে আলোচনা করতে হবে। ভারত সন্ত্রাসবাদের শিকার হয়ে থাকতে পারে না।”

তৃণমূল সাংসদ স্পষ্ট জানান, শুধুমাত্র জঙ্গি ঘাঁটি ধুলিস্যাৎ করা হয়েছে। একজনও সাধারণ নাগরিকের কোনও ক্ষতি হয়নি। এটাই ভারতের জাতীয় চরিত্রকে প্রতিফলিত করে। অভিষেকের কথায়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা একটি যৌথ দায়িত্ব। তিনি সকলকে এই বিষয় নিয়ে কথা বলার এবং পদক্ষেপ করার আহ্বান জানিয়েছেন, যাতে ভারত আর কখনও এই ধরনের হিংসতার শিকার না হয়।

তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ নীরবতা বা নীরবতার মধ্যে চালানো যায় না। সীমান্ত সন্ত্রাসবাদ শুধুমাত্র ভারতের সমস্যা নয়। এটি সবার জন্যই হুমকি। এটি সমষ্টিগত সমাধানের দাবি করে।

তৃণমূল সংসদ স্পষ্ট জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা, নিরাপত্তা বিষয়ে রাজনৈতিকদলের মধ্যে যেমন কোনও বিভেদ নেই। তেমনি প্রবাসী ভারতীয়দেরও এই পরিস্থিতিতে একজোট হয়ে ভারতের বিরুদ্ধে হওয়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে।

আরও পড়ুন – নজিরবিহীন রায় বাংলাদেশের সুপ্রিম কোর্টে! বেকসুর খালাস মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

বিশ্বকাপ জিতিয়েও খেলরত্নে ব্রাত্য হরমনপ্রীত-স্মৃতি, প্রশ্নের মুখে বিসিসিআইয়ের ভূমিকা

অর্জুনের মতোই খেলরত্নের (Khel Ratna Awarded ) তালিকায় নাম নেই কোনও ক্রিকেটারের। কিন্তু চলতি বছরেই ভারতীয় মহিলা ক্রিকেট...

ইকো পার্ক থেকে চিড়িয়াখানা, বড়দিনে শহর জুড়ে বিনোদন পার্কে উপচে পড়া ভিড়

ক্রিসমাসের আনন্দে (Christmas Celebration) মেতে উঠেছে বাংলা। জেলা থেকে রাজ্য সর্বত্র একই ছবি। শীতকালীন উৎসবের মরশুমে কলকাতার বিনোদন...

কনিষ্ঠকন্যার পর আগুনে ঝলসে মৃত্যু বিএনপি নেতার জ্যেষ্ঠকন্যারও

দিন কয়েক আগে বাংলাদেশে (Bangladesh) উন্মত্ত জনতার রোষে আগুনে ঝলসে মৃত্যু হয় বিএনপি নেতার সাত বছরের শিশুকন্যার। বুধবার...

পার্ক স্ট্রিটকে টক্কর দিঘার! বড়দিনে আলো আর লেজার শো-তে জমজমাট সৈকত শহর

বড়দিন মানেই আনন্দ। পার্ক স্ট্রিটের (Park Street) আলোকসজ্জা। পিকনিক। চিড়িয়াখানায় হুল্লোড়। তবে এবার তিলোত্তমাকে (Kolkata) রীতিমতো টক্কর দিচ্ছে...