সাত তাড়াতাড়ি যুদ্ধ বিরতি ঘোষণা করা যেন ডোনাল্ড ট্রাম্পের বদ অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। ভারত-পাকিস্তান সংঘাতের পরিস্থিতিতেও সেই একই কাজ করেছিলেন মার্কিন রাষ্ট্রপতি। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে সেই একই কাজ করে বাহবা কুড়ানোর প্রত্যাশায় ছিলেন ট্রাম্প। কার্যত তাঁর নাকে ঝামা ঘষে ইরান (Iran) ও ইজরায়েল (Israel) উভয়েই মিসাইল হামলা অব্যাহত রাখল। আর তাতেই ইজরায়েলের উপর বেজায় চটলেন ট্রাম্প (Donald Trump)। ইজরেলীয় সেনাকে মিসাইল ছোড়া থেকে নিরস্ত থাকার ‘নির্দেশ’ দিলেন।

সংঘর্ষ বিরতি যে হয়নি ইরান আগেই ঘোষণা করে দিয়েছিল। সেই মতো তেল আভিভে হামলা জারি রেখেছে ইরান। পাল্টা ইজরায়েলের সেনাকেও প্রত্যাঘাত করার নির্দেশ দেওয়া হয় সে দেশের প্রশাসনের তরফে। ফলে মঙ্গলবার দিনভর মিসাইল বৃষ্টির সাক্ষী থাকে তেহরান (Tehran) ও তেল আভিভ (Tel Aviv)।

ট্রাম্প যুদ্ধ বিরতি ঘোষণা করার পরে ইজরায়েল অন্তত তা মানবে এমনটা হয়তো ভেবেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ইজরায়েল মিসাইল ছোড়ায় হতাশ ট্রাম্প। এবার ইজরায়েলকেই হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। হুমকির সুরে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, ইজরায়েল (Israel)। বোমাগুলি ফেলবে না তোমরা। যদি তোমরা সেটা করো তবে তা বড় বিচ্যুতি হবে। তোমাদের পাইলটদের ঘরে ফেরাও। এখুনি!

যদিও ট্রাম্পের হুমকিতে মিসাইল ছোড়া ইজরায়েল আদৌ বন্ধ করবে কি না, তা নিয়ে স্পষ্ট করে কোনও বিবৃতি দেওয়া হয়নি ইজরায়েল প্রশাসনের তরফে।

–

–

–

–

–

–

–
–
–
–