Wednesday, November 12, 2025

বিজেপির প্রশ্রয়েই অশান্তি! কেতুগ্ৰামে কর্মী খুনের ঘটনায় সিপিএম-কে ধুয়ে দিল তৃণমূল

Date:

Share post:

দীর্ঘ ৩৪ বছর বাংলায় লাগাতার হিংসা ও রক্তপাতের রাজনীতি করেও ক্ষান্ত হয়নি। কেতুগ্ৰামে (Ketugram) তৃণমূল (TMC) কর্মীকে নৃশংস খুনের ঘটনায় সিপিএমের (CPIM) ‘হার্মাদ বাহিনী’কে কাঠগড়ায় তুলে বামেদের একহাত নিল তৃণমূল কংগ্রেস (TMC)। রবিবার রাতে তৃণমূল কর্মী মিন্টু শেখকে (Mintu Seikh) খুনের ঘটনায় রীতিমতো অশান্ত কেতুগ্ৰাম। সোমবার সেখানে চতুর্থ দফার ভোটগ্রহণ চলছে। আর তার আগেই এমন ঘটনায় ঘৃণ্য রাজনীতির অভিযোগে সরব তৃণমূল‌।

এদিন সর্বভারতীয় তৃণমূল কংগ্ৰেসের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়, রবিবার রাতে মিন্টু শেখ নির্বাচনের কাজ সেরে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে তাঁকে প্রথমে বাধা দেওয়া হয়, পরে নৃশংসভাবে কুপিয়ে ও বোমা মেরে খুন করা হয় বলে অভিযোগ। তৃণমূলের আরও অভিযোগ, বাংলা থেকে মুছে যাওয়ার পর সিপিআই(এম) এখন বিজেপির ক্ষমতাবলে লাগাতার বাংলায় অশান্তি পাকাচ্ছে। মানুষকে রীতিমতো ভয় দেখিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় তারা। নির্বাচন কমিশনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছে তৃণমূল।


ভোটের আগের দিন রাতে বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেতুগ্রাম। সেই এলাকারই চেঁচুড়ি গ্রামের বাসিন্দা মিন্টু শেখ (৫০) রবিবার রাতে দলের কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় তাঁকে লক্ষ্য করে পর পর তিনটি বোমা ছোড়া হয়। বোমার ঘায়ে জখম হয়ে লুটিয়ে পড়েন মিন্টু। তার পর তাঁকে ধারালো অস্ত্র দিয়ে বেশ কয়েকবার কোপানো হয় বলে অভিযোগ। ঘটনায় ইতিমধ্যেই ১০ জনের নামে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে ইতিমধ্যে পুলিশের প্রাথমিক রিপোর্ট পৌঁছেছে কমিশনের দফতরে। সূত্রের খবর, পুরনো শত্রুতার কথা উল্লেখ ওই রিপোর্টে। ভোটের আগে এই খুনকে কেন্দ্র করে চাপা উত্তেজনা রয়েছে গোটা এলাকায়।

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...