গান্ধি পরিবারের এসপিজি নিরাপত্তা তুলে নেওয়া হলো

গান্ধি পরিবারের এসপিজি সুরক্ষা তুলে নিল কেন্দ্রীয় সরকার। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রকের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। তার বদলে গান্ধি পরিবারকে দেওয়া হবে সিআরপিএফের সুরক্ষা। তবে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর নিরাপত্তার কোনও হেরফের হবে না। শুধু নিরাপত্তার হাতবদল হল। এনিয়ে স্বাভাবিকভাবে ক্ষুব্ধ কংগ্রেস। তাদের বক্তব্য বিরোধী নেতাদের সুরক্ষা বলয় আলগা করে দিয়ে সরকার তাদের বিপদের মুখে ঠেলে দিতে চাইছে।

আরও পড়ুন-লোকসান থেকে বাঁচতে লোকসভা-রাজ্যসভা টিভি মিলে যাচ্ছে