Sunday, January 11, 2026

পুজো দেবেন, ডুয়ার্সে ৫০০ কিলোমিটার চষে ফেলবেন অভিষেক, উদ্দীপ্ত তৃণমূল

Date:

Share post:

 

কিশোর সাহা

এবার লক্ষ্য ডুয়ার্স। মঙ্গলবার তৃণমূলের সাংসদ তথা দলের সর্বভারতীয় যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishesk Benarjee)-পিকে (Prasant Kishor)জুটি শিলিগুড়ি (Siliguri) থেকে সেবক (Sebak), মালবাজার (Malbazar), চালসা, বানারহাট হয়ে যাবেন হাসিমারায় (Hashimara)। সেখানে মন্দিরে পুজো দেবেন। ডুয়ার্সের নেতা কর্মীদের সঙ্গে কথা বলবেন। রাস্তায় পরিস্থিতি সরেজমিনে দেখবেন।

বিকেলের মধ্যে পৌঁছবেন আলিপুরদুয়ার(Alipurduwar)। সেখানে সার্কিট হাউসে দলের জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করার কথা। সূত্রের খবর, ওখানেই আলিপুরদুয়ার জেলার নেপালিভাষী নেতাদের সঙ্গে পৃথকভাবে কথা বলে বিমল গুরুং (Bimal Gurung) ফেরার পরে রাজনৈতিক পরিস্থিতি কতটা পাল্টেছে তা নিয়ে আলোচনা করার কথা। এর পরে আলিপুরদুয়ার জেলার বিধানসভা ভিত্তিক কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন।

দলের এক নেতা জানান, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ডুয়ার্সের কয়েকজন তৃণমূল (Tmc) নেতার বিজেপিতে (Bjp) যাওয়ার ব্যাপারে নিত্য যা রটছে তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন। যেমন, কালচিনি মোহন শর্মা, যিনি আগে দলের জেলা সভাপতি ছিলেন। তা ছাড়া হালে সৌরভ চক্রবর্তীকে নিজের বিধানসভার বাইরে যেতে দেওয়া হচ্ছে না বলে তিনিও ক্ষুব্ধ বলে দলের খবর। এমন অনেক ক্ষোভ রয়েছে ডুয়ার্সে। তা সামাল দিয়ে নেতা কর্মীদের একজোট করে রাখতেই সকালে শিলিগুড়ি থেকে বেরিয়েছেন। ফিরবেন সেই রাতে।

বুধবার যাবেন জলপাইগুড়ি (Jalpaiguri)। সেখানে জল্পেশ মন্দিরে পুজোপাঠ করে যাবেন সার্কিট হাউজ (Circuit House)। দিনভর সেখানে মিটিং। রাতে ফিরবেন শিলিগুড়ি। পরদিন, বুনিয়াদপুর, গংগারামপুর যাবেন। কর্মিসভা করার কথা। রাতে শিলিগুড়ি। শুক্রবার কলকাতা (Kolkata) ফিরবেন অভিষেক ও পিকে।

আরও পড়ুন:অন্য ‘সিলসিলা’: একসঙ্গে পর্দায় প্রসেনজিৎ-দেবশ্রী-ঋতুপর্ণা

Advt

spot_img

Related articles

আর কতদিন BLO-দের মোমবাতি মিছিল: জবাব চেয়ে নির্বাচন কমিশন দফতরের বাইরে বিক্ষোভ

একের পর এক মৃত্যু অব্যাহত। কেউ কাজের চাপে অসুস্থ হয়ে মারা যাচ্ছেন। কেউ আত্মঘাতী হতে বাধ্য হচ্ছেন। অথচ...

দুই মলাটে অলোকের আত্মজীবনী, উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাঁট

প্রকাশিত হল  প্রাক্তন ফুটবলার আলোক মুখোপাধ্যায়ের(Alok Mukherjee) আত্মজীবনী 'লাল কার্ডের বাইরে'।   রবিবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই বই...

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...